সাতক্ষীরা প্রতিনিধি: কলারোয়া পৌরসভায় সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
শীতের সকালের শুরুতেও বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছে নিজ নিজ পছন্দের প্রার্থীকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়বে বলে কর্মকর্তারা ধারণা করছেন।
সকালে ভোটগ্রহণের শুরুতেই পৌরসভার ১নং তলসীডাঙ্গা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাষ্টার মনিরুল ইসলাম বুলবুল ভোট দেন।
এদিকে ৮নং শ্রীপ্রতিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন বিএনপির মনোনীত প্রার্থী শফিকুরজ্জামান (তুহিন)।
৭নং ওয়ার্ড মুরারীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ২৭৭৬ভোট। প্রথম ২ ঘণ্টায় প্রায় ২০% ভোট পড়েছে।এখনো পর্যন্ত ভোট গ্রহণ ‘সুষ্ঠুভাবেই’ চলছে বলে আমরা জানতে পেরেছি।
কলারোয়া পৌরসভার অনুষ্ঠিতব্য নির্বাচনে ২১ হাজার ২৮০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করার অনুমতি পেয়েছেন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ২৮৪ জন ও মহিলা ১০ হাজার ৯৯৬ জন। এই নির্বাচনে মেয়র পদে ৫ জন,সাধারন কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোঃ নাজমুল কবির জানান, কলারোয়া পৌরসভায় ৯টি কেন্দ্রে ৬৩টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে শনিবার সকাল ৭ টার মধ্যে ব্যালট পেপার প্রেরণ করা হয়েছে। নিরাপত্তার বিষয় জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যদের সমন্বয়ে চার স্তর বিশিষ্ট্য নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।
এদিকে বিনপির প্রার্থী ভোট গ্রহনে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন।