সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
কষ্টে আছে খুলনার পাটকল শ্রমিকরা | চ্যানেল খুলনা

কষ্টে আছে খুলনার পাটকল শ্রমিকরা

ফাইল ছবি

 

মোহাম্মদ মিলন:: বুধবার, বেলা ১২ টা। খুলনা মহানগরীর খালিশপুর শিল্পাঞ্চলের বিআইডিসি সড়কের দৌলতপুর জুট মিলের সামনে প্রায় ৩০/৪০ জন শ্রমিক ঘোরা ঘুরি করছে। সেখানে রয়েছে প্লাটিনাম, ক্রিসেন্ট, দৌলতপুর ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা। ওই সড়কের আশ-পাশেই তাদের বাড়ি। তাদের কাছে রয়েছে ভোটার আইডি কার্ড। কথা বলে জানা গেলো সবাই অপেক্ষা করছেন কেউ ত্রাণ দিতে আসে কিনা সেজন্য।

এসময় কথা হয় প্লাটিনাম জুট মিলের শ্রমিক কামাল হোসেনের সাথে। তিনি বলেন, গত ২৬ মার্চ থেকে সরকার পাটকলে ছুটি ঘোষণা করে। ছুটির আগে বকেয়া এক সপ্তাহের মজুরি দেওয়া হয়। এখনো ১২ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। এ অবস্থায় হাতে কোনো টাকা নেই। মুদি দোকানে ১৩ হাজার টাকা বাকি রয়েছে। এখন আর দোকানি বাকিতে চাল-ডাল দিচ্ছে না। ৩ ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে অভুক্ত থাকার মতো অবস্থা তৈরী হয়েছে। একই মিলের শ্রমিক নেছার উদ্দিন খান বলেন, মিল বন্ধ, বকেয়া মজুরিও দিচ্ছে না। সে কারণে ভোটার আইডি কার্ড সাথে নিয়ে বাইরে বেরিয়েছেন, কেউ ত্রাণ দিতে আসে কিনা তা দেখার জন্য।

শুধু কামাল হোসেন বা নেছার উদ্দিন খানই নয়; খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের প্রায় ৯ হাজার শ্রমিক পরিবারে দেখা দিয়েছে অভাব-অনটন। হাতে টাকা না থাকায় তাদের দিন কাটছে খুবই কষ্টে। মিলগুলোতে ১১ থেকে ১২ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে।

কিছুক্ষণ পর সেখান থেকে বিআইডিসি সড়কে প্লাটিনাম জুট মিল গেটের সামনে দাড়াতেই কয়েকজন এসে জড়ো হয়। সেখানে কোন সহায়তা প্রদান করা হবে কিনা, এ প্রতিবেদকের নিকট জানতে চায় তারা। এসময় তাদের মধ্য থেকে সোহেল শেখ বলেন, আগে প্লাটিনাম জুট মিলে বদলী শ্রমিকদের কাজ করতাম। মিল চালু থাকলে কাজ হলে দৈনিক ভিত্তিতে মজুরি পেতেন। কিন্তু মিল বন্ধ, তাই তার আয়ও বন্ধ। পরে মিলের সামনে চায়ের দোকান চালাতেন। এখন চায়ের দোকানও বন্ধ। অথচ খরচ থেমে নেই। তিনি বলেন, মা-বাবা ও ২ ছেলে-মেয়েকে নিয়ে খুবই কষ্টে আছি। দোকান বন্ধ তারপরও দোকান মালিককে মাস শেষে ভাড়া দিতে হবে। কিভাবে চলবো বুঝতে পারছি না। কেউ সহায়তাও দেয় না।

ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক মোঃ ইউনুস জানান, ঘরে বাজার নেই, চাল-ডাল কেনার কোনো টাকা নেই। ১২ সপ্তাহের মজুরি বকেয়া থাকলেও মিল খোলার আগে টাকা পাওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, স্ত্রী এবং ৪ ছেলে- মেয়ে নিয়ে খুবই অসহায়ভাবে দিন কাটছে। কী করবো বুঝতে পারছি না।

ক্রিসেন্ট জুট মিলের আরেক শ্রমিক হুমায়ূন কবীর বলেন, আমরা ত্রাণ চাই না, বকেয়া মজুরি দিলে আমাদের আর সংসারে অভাব হতো না।

খালিশপুর জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক সরদার আলী আহমেদ বলেন, মিলের শ্রমিকদের ১২ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। শ্রমিকরা অর্থকষ্টে ভালো নেই। তারা এখন ত্রাণের অপেক্ষায় রাস্তায় বেরিয়েছে। তাদের মজুরি প্রদান করা হলে সরকারি নির্দেশনা মেনে তারা ঘরেই অবস্থান করতে পারতো।

প্লাটিনাম জুট মিল সিবিএ’র সভাপতি শাহানা শারমিন জানান, এলাকায় মুখ চিনে চিনে কিছু ত্রাণ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত বড়জোর মিলের ৫ শতাংশ শ্রমিক কিছু ত্রাণ পেয়েছে। তিনি জানান, বিজেএমসির প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তিনি শ্রমিকদের বকেয়া অন্তত ২/৩ সপ্তাহের মজুরি পরিশোধের অনুরোধ করেছিলেন। কিন্তু কোনো সাড়া মেলেনি।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ খলিলুর রহমান বলেন, করোনা ভাইরাসের চেয়ে এখন শ্রমিকদের মধ্যে না খেয়ে মারা যাওয়ার ভয়ই বেশী। কিছু কিছু মুদি দোকান খোলা থাকলেও তারা পাটকল শ্রমিকদের আর বাকিতে মালজিনিস দিচ্ছে না।

পাটকল শ্রমিক লীগ খুলনা-যশোর আঞ্চলিক কমিটির আহবায়ক মুরাদ হোসেন বলেন, বর্তমানে পাটকল শ্রমিকদের দিন কাটছে খুবই দুর্বিষহভাবে। অনেক শ্রমিক না খেয়ে রয়েছে।

এদিকে খুলনার রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন ও আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলে উৎপাদিত প্রায় ২৫ হাজার মেট্রিক টন পাটজাত পণ্য মজুদ রয়েছে। মিল বন্ধ, সে কারণে উৎপাদিত পণ্যও বিক্রি হচ্ছে না।

এ ব্যাপারে বিজেএমসির খুলনা আঞ্চলিক কার্যালয়ের লিয়াজোঁ কর্মকর্তা মোঃ বনিজ উদ্দিন মিঞা বলেন, পাটকলে আর্থিক সংকট রয়েছে। এছাড়া পাটকলগুলোতে প্রায় ২৭০ কোটি টাকার পাটপণ্য অবিক্রিত অবস্থায় রয়েছে। তবে এসব পণ্যের চাহিদা রয়েছে। মিল খুললে বিক্রি হয়ে যাবে বলে তিনি আশাবাদি। তিনি বলেন, শ্রমিকদের ১১ থেকে ১২ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। আলীম জুট মিলে আরো বেশি। শ্রমিকরা কষ্টে আছে। তবে অফিস খুললে শ্রমিকদের মজুরি দেওয়া হবে বলে তিনি আশাবাদী।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সোনাডাঙ্গায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়’ ধর্ম উপদেষ্টা

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

খুলনায় পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা মহানগরে ১০টি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি চলছে

খুলনায় জাপা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।