পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে আনোয়ার হোসেন মঞ্জু এমপি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির সভায় সভাপতির বক্তব্যে বলেন, স্থানীয়দের আগ্রহ না থাকলে কেন্দ্রীয়ভাবে কোনো কিছু পাওয়া যায় না। নিজেদের ন্যায্য হিস্যা আদায় করতে হলে এলাকাবাসীকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হয়। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় সংসদ সদস্যকে না জানিয়ে চিকিত্সকদের বদলি হয়ে যাওয়া কাম্য নয়। এ ব্যাপারে পর্যায়ক্রমে শূন্যপদ পূরণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দীন মহারাজ, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, জেলা পরিষদের সদস্য শাহাজাদি শাহীন রেবেকা চৈতী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।