পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে সোমবার সকালে কাউখালী হাটের দিনে দক্ষিণ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় তার সাথে একটি পুলিশ টিম উপস্থিত ছিল। অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য, খেজুর, মাছে রং দিয়ে বিক্রি করা ও দোকানে মূল্য তালিকার চার্ট না থাকার কারণে জরিমানা করা হয়। এ সময় মাছের রং দিয়ে বিক্রি করার অপরাধে মাছ ব্যবসায়ী ইয়াকুব আলী ও রেজাউল ইসলামকে ৫০০ টাকা করে দুইজনকে ১০০০ টাকা জরিমানা করে। মূল্য তালিকার চাট না থাকার কারণে নাঙ্গলী স্টোরের মালিক মজিবর রহমানকে এক হাজার টাকা জরিমানা করা হয়, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে নিরঞ্জন স্টোরের মালিক নিপেন্দ্রনাথ কে ১০০০ টাকা, সাইফুল ষ্টোরের মালিক কামরুল ইসলামকে ১৫০০ টাকা ও খেজুর বিক্রিতা সোলেমান হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেশ কয়েকটি দোকানকে সতর্ক করা হয়। অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনাকারী দেবাশীষ রায়।