পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে ইউনিসেফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ কর্তৃক বাস্তবায়নে জিওবি- ইউনিসেফ আসওয়া ২ প্রকল্পের প্রোগ্রেস ও লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা বিআরডিপি হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা। বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা ভাইস চেয়ারম্যান, মোঃ মৃদুল আহমেদ সুমন, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্ এর নির্বাহী পরিচালক এস এম এ রশিদ ও ইউনিসেফের ওয়াশ অফিসার ফোরকান আহমেদ, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ হেড অফ প্রোগ্রাম অপারেশন মোঃ তরিকুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রকল্প কর্ম এলাকার চারটি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, প্রকল্প আওয়াতাধীন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা,মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার কর্মকর্তাবৃন্দ। প্রকল্পটি গত মার্চ ২০১৯ থেকে শুরু হয় এবং চলতি এপ্রিল ২০২২ সালে শেষ হবে। প্রকল্পটি উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিরাপদ পানি, উন্নত স্যনিটেশন, স্বাস্থ্যঅভ্যাস, বিদ্যালয়ে মাসিক ব্যবস্থাপনার ও স্বাস্থ্য অভ্যাস নিশ্চিত করা সহ ইউনিয়ন গুলোকে খোলা জায়গায় মলমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা। অনুষ্ঠানের সকল বক্তা এনজিও ফোরাম এবং ইউনিসেফ কে ধন্যবাদ দিয়ে আগামীতে এই অঞ্চলের জন্য এই জাতীয় আরও প্রকল্প অনুমোদন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাডভোকেসি এন্ড কমিউনিকেশন অফিসার গৌতম চন্দ্র রায়।