ভিডিও কনফারেন্সের মাধ্যমে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী সমগ্র দেশব্যাপী আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবদুস শহীদ, সহকারী কমিশনার ( ভূমি) জান্নাত আরা তিথি, অফিসার ইনচার্জ বনি আমিন, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ অলক কর্মকার, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার দেলোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ শিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ।