পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত। আজ বুধবার বিকালে উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে কর্মশালায় কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জান্নাত আরা তিথির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম প্রধান (এমসিএইচ), বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পরিচালক ডাঃ আনম মোস্তফা কামাল, পিরোজপুর উপ পরিচালক দিলীপ কুমার দাস, জেলা সিভিল সার্জেন ডাঃ হাসানাত ইউসুফ জাকি, সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিুবর রহমান প্রমুখ। এছাড়া বক্তব্য দেন, কাউখালী উপজেলা পষিদের চেয়ারম্যান আবু সাঈদ মনু, ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডাঃ আবুল কালাম আজাদ। কর্মশালায় বিভিন্ন পেশার ৮০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।