পিরোজপুরের কাউখালীতে প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণী সম্পদ অধিধপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণী সম্পদ প্রদর্শনী শনিবার সকালে কাউখালী সরকারী বালক বিদ্যালয় মাঠে দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: খালেদা খাতুন রেখা। উদ্বোধনী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: খালেদা খাতুন রেখার সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুস শহীদ, সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ন সাধারন সম্পাদক ও সদর ইউপি সদস্য আমিনুর রশিদ মিল্টন, অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজীম শরীফ, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা, ডা. শহীদুজ্জামান, মেলায় ৩৩টি ষ্টল প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে ছিল উন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, কবুতর, হাঁস, মুরগী, কোয়েল পাখি, টার্কিজ মুরগী সহ বিভিন্ন প্রজাতির প্রাণী। মেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।