পিরোজপুর প্রতিনিধি: পিরোজুপরের কাউখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৯ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকালে কাউখালী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উত্তর বাজার দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সুনীল কুন্ডু, সহ সভাপতি কামরুজ্জামান মিঠু, সহ সভাপতি মাহমুদ খান খোকন, সহ সভাপতি জাকির হোসেন দুলাল, সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুবলীগ নেতা পলাশ সিকদার, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক মি. প্রদীপ কিশোর হালদার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শেখ নিয়াজ আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল খান প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন সহ দপ্তর সম্পাদক মোঃ সোহাগ তালুকদার। আলোচনার শুরুতে প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক আঃ ছালাম খান, গীতা পাঠ করেন আমরাজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখর হালদার।
সভায় বক্তারা বলেন, ১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে বাংলার বিজয়ের পূর্ণতা লাভ করে। বিধস্ত বাংলার অবকাঠামো ও অর্থনীতি পুনরুজ্জীবিত করে একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। তাই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।