পিরোজপুরের কাউখালী উপজেলা সমবায় অফিসের আয়োজনে বুধবার সকালে উপজেলা হল রুমে কাউখালী উপজেলার পাঁচটি সমবায় সমিতির ২৫ জন সদস্যদের সমন্বয়ে স্থানীয় চাহিদা ভিত্তিতে আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। উপজেলা সমবায় কর্মকর্তা এম হাসান রকির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা সমবায় অফিসের প্রশিক্ষক রিনা রানী মজুমদার, পরিদর্শক আফজাল হোসেন প্রমুখ।