কোনো গুঞ্জন ছাড়াই হঠাৎ তাহসানের বিয়ের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নেট দুনিয়ায় তা তোলপাড় করে ফেলে। তবে তাহসান জানালেন, বিয়ে এখনো হয়নি। তাহলে আসল ঘটনা কি? শনিবার (৪ জানুয়ারি) সংবাদমাধ্যমে তাহসান বলেন, ‘বিয়ে প্রসঙ্গে বিস্তারিত তথ্য শনিবার সন্ধ্যায় জানাব।’
এইদিকে তার এমন কথার পর ভক্তদের আগ্রহ যেন আরও বেড়ে গেছে। অপেক্ষায় আছেন তাহসানের পরবর্তী বক্তব্যের।
এ নিয়ে তাহসান আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিগুলো একটি ঘরোয়া আয়োজনে তোলা। এখনো বিয়ে হয়নি। বিয়ের কোনো আনুষ্ঠানিকতাও হয়নি।
শনিবার (৪ জানুয়ারি) ভোর থেকে হঠাৎই ছড়িয়ে পড়ে তাহসানের কিছু ব্যক্তিগত ছবি। তা দেখেই নেটিজেনরা অবাক তাহসানের বিয়ের খবরে। অনেকেই আনন্দ প্রকাশ করেছেন।
পাত্রীর নাম রোজা আহমেদ। তিনি একজন সফল উদ্যোক্তা এবং জনপ্রিয় মেকওভার আর্টিস্ট। নিউইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে প্রায় ১০ বছর ধরে কাজ করছেন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে। পড়াশোনা শেষ করার পর নিউইয়র্কের কুইন্সে ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন।
প্রসঙ্গত, ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেন তাহসান। আর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে।