আন্তর্জাতিক ডেস্কঃআফগানিস্তানের কাবুলে জুমার নামাজ আদায়ের সময় মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন মুসল্লি নিহত হয়েছেন, আহত বহু।
আলজাজিরা জানায়, রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে এক মসজিদে জুমার নামাজ চলাকালীন এই নৃশংস হামলা চালানো হয়।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শির শাহ-ই-সুরি মসজিদের ভেতরে এই হামলা চালানো হয়েছে। নিহতের মধ্যে রয়েছেন মসজিদের খতিব মোফলেহ ফ্রোতানও।
মন্ত্রণালয়ের মুখপাত্র তারিখ আরিয়ান জানান, ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে। হতাহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে গত সপ্তাহে কাবুলের আরেকটি মসজিদে হামলার দায় স্বীকার করেছিল আইএস জঙ্গী গোষ্ঠী।
এই মাসের শুরুতে দেশটির নাঙ্গারহার প্রদেশে আরেক মসজিদেও হামলা চালায় জঙ্গী গোষ্ঠীটি। দেশটিতে সরকার ও তালেবান গোষ্ঠীর মধ্যে চলমান শান্তি প্রক্রিয়ায় সময় এসব হামলার ঘটনা ঘটছে।
জাতীয় নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ হাবিব ওয়ার্দাক বলেন, অবাক করা বিষয় হলো যখনই শান্তি প্রক্রিয়া গতি পেতে শুরু করে তখন এই ধরনের হামলার ঘটনা ঘটছে।