যশোর প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমিত সন্দেহে যশোরে দুই নারী যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন । যশোর মেডিকেল কলেজ হাসপাতালে সংরক্ষিত আসনে তাদের রেখে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে । গতকাল সন্ধ্যা ৭ টার পর একজনকে হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন । অপরজন দুদিন আগে থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । রাত সাড়ে দশটার দিকে চিকিৎসকরা তাকে আক্রান্ত সন্দেহ আইসোলেশনে পাঠান । হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক
দেলোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন ।
ডাক্তার দিলীপ কুমার রায় জানিয়েছেন সন্ধ্যা ৭ টার পর যে নারীকে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় তিনি শহরের একটি বেসরকারি ক্লিনিকে আয়া হিসাবে কাজ করেন। চাকরিরত অবস্থায় জ্বর সর্দি ও হাঁচি কাশিতে আক্রান্ত হয়ে ২২ মার্চ তিনি যশোর মেডিকেল কলেজে ভর্তি হন । তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর ডাক্তাররা তাকে আইসোলেটেড কেবিনে রেখে চিকিৎসার উদ্যোগ নেন। কিন্তু তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান । স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের লোকজন খোঁজাখুঁজির পর রাতে তাকে তার বাড়ি থেকেই আবিষ্কার করেন । ওই নারী হোম কোয়ারেন্টাইনে ছিলেন । অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জরুরী বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন জানান রাত সাড়ে দশটার দিকে হাসপাতালের ফিমেল মেডিসিন ওয়ার্ড থেকে এক কিশোরীকে করোনা আক্রান্ত সন্ধানে আইসোলেশনে পাঠানো হয় । সে যশোর সদরের বাসিন্দা ও দশম শ্রেণীর ছাত্রী ।দুদিন আগে জ্বর সর্দি-কাশি নিয়ে এসে হাসপাতালে ভর্তি হয়, গতকাল রাতে সাড়ে দশটার দিকে ডাক্তার রাউন্ডে এসে তাকে দেখে করোনা আক্রান্ত সন্দেহ করে আইশোলেশনে পাঠান।
এদিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে খোলা হয়েছে করোনায় আক্রান্তদের জন্য প্রাথমিক চিকিসা সেবার ব্যবস্থা।