নড়াইলের কালিয়ায় দেশীয় প্রজাতির মাছ,শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মধ্য থেকে সুফল ভোগীদের মাঝে ৩০টি ভ্যান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৩ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা মৎস্য অধিদফতর থেকে এ ভ্যান বিতরণ করা হয়।
কালিয়া উপজেলা মৎস্য অফিসার আবু রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দেশীয় প্রজাতির মাছ,শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালক মোঃ খালিদুজ্জামান,উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান ওছি,কালিয়া সহকারী কমিশনার ( ভূমি) প্রদীপ্ত রায় দীপন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ববিতা বেগম সহ সুফলভোগী সদস্যরা।