ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। আর এতে দুর্ভোগে পড়েছে রোগীর স্বজনেরা। অক্সিজেন সংকটে অন্যত্র রেফার্ড করা হচ্ছে রোগীদের। সময় মতো সিলিন্ডার রিফিল না করায় এ সংকট দেখা দিয়েছে। শুক্রবার বিকাল থেকে এ সংকট দেখা দিয়েছে।
জানা গেছে, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৩টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। এর মধ্যে ৮/১০টি সিলিন্ডার করোনা আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা হয়। শুক্রবার বিকেল থেকে সেগুলো খালি হয়ে যায়। বর্তমানে হাসপাতালের পক্ষ থেকে কোন অক্সিজেন সরবরাহ করা হচ্ছে না। রোগীর স্বজনদের বাইরে থেকে আনতে বলা হচ্ছে। বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার কিনে বা ভাড়া নিয়ে রোগীর অক্সিজেন চাহিদা মেটানো হচ্ছে। এছাড়া অক্সিজেনের সংকটে মূমুর্ষ এক রোগীকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
রেহানা বানু নামে রোগীর এক স্বজন জানান, তার পিতা অনেক আগে থেকে এ্যাজমার রোগী। শুক্রবার বিকালে হঠাৎ অসুস্থ হয়ে গেলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর কোন প্রকার পরীক্ষা ছাড়াই তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর শ্বাসকষ্ট দেখা দিলে অক্সিজেনের প্রয়োজন পড়ে। হাসপাতাল থেকে বলা হয় তাদের সিলিন্ডারে অক্সিজেন নেই। বাইরে থেকে আনতে হবে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের কাছ থেকে একটি সিলিন্ডার সংগ্রহ করি।
মকছেদ আলী নামের এক রোগীর স্বজন জানান, বাইরে থেকে অক্সিজেন কিনে এনে রোগীকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। হাসপাতালের সবগুলো অক্সিজেন সিলিন্ডার শূন্য অবস্থায় পড়ে আছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. এস.এম আহসান হাবীব জানান, অক্সিজেন সংকট না। শুক্রবার হওয়ায় সিলিন্ডারগুলো রিফিল করা সম্ভব হয়নি।