মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও শিক্ষকদের নিয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা শুক্রবার বিকেলে মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাগেরহাট জেলা আঞ্চলিক শাখা মোরেলগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শরনখোলা ভাসানী কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা সদানন্দ হালদার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিয়া ফুয়াদ ইন্টারন্যাশনাল একাডেমির পরিচালক উপাধ্যক্ষ শাহানা ইয়াসমিন, দি লাইসিয়াম একাডেমির পরিচালক অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, প্রধান শিক্ষক আবু সালেহ, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, আইডিয়াল কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম, তিতুমীর কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক এনামুল হক, অভিভাবক ফাতেমা বেগম, সুন্দরবন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আব্দুল ওহাব , রাজিয়া প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আব্দুল আউয়াল প্রমুখ।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় মোরেলগঞ্জ ও শরণখোলার থেকে ১৯ টি কিন্ডার গার্টেনের ২৬১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।