হোয়াইট হাউজ ছাড়ার আগে ইউক্রেনের জন্য আরও ৭২৫ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার বিরুদ্ধে কিয়েভকে শুরু থেকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছেন তিনি। তবে সামনের সময়টা ভিন্নও হতে পারে। কারণ নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে অতো আগ্রহী নয়।
ট্রাম্পের প্রশাসন যদি কিয়েভের প্রতি সমর্থন কমানোর সিদ্ধান্ত নেয়, তবে তা ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য ‘মৃত্যুদণ্ডের সমতুল্য’ হবে বলে মনে করেন জাতিসংঘে রাশিয়ার ডেপুটি অ্যাম্বাসেডর দিমিত্রি পলিয়ান্সকিয়ি। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পলিয়ান্সকিয়ি বলেছন, ‘ইউক্রেনে সামরিক সহায়তা কমিয়ে দেওয়া নিয়ে ট্রাম্পের হুমকি দেশটির সেনাবাহিনীর জন্য কার্যত মৃত্যু পরোয়ানার মতো। এটি স্পষ্ট হয়ে উঠছে যে ট্রাম্প ও তার দল কিয়েভকে দেওয়া সহায়তার একটি পর্যালোচনা করবেন’।
তিনি অভিযোগ করেছেন, ইউক্রেনে সমর্থন বৃদ্ধি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বাইডেন প্রশাসন। আর ন্যাটো দেশগুলোকে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষে টেনে নেওয়ার চেষ্টা করছে কিয়েভ।
পলিয়ান্সকিয়ির মন্তব্যের বিষয়ে ট্রাম্পের ট্রানজিশন টিম তাৎক্ষণিক কোনও মন্তব্য জানায়নি।