অটোচালক ছদ্মবেশে পুলিশ একশো গ্রাম গাঁজাসহ তুহিন নামের এক মাদক পরিবহনকারীকে আটক করেছে। সিনেমাস্টাইলে এ অভিযান চালান পুলিশের উপ সহকারি পরিদর্শক (এএসআই) মো. কবির।
২১ শে ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা বাজার এলাকায় এঘটনা ঘটে। এ এস আই কবির উপজেলার পান্টি পুলিশ ক্যাম্পে কর্মরত আছেন। আর আকটকৃত মাদক পরিবহণকারী একই ইউনিয়নের ডাঁসা গ্রামের একজন অটোচালক।
এবিষয়ে পান্টি পুলিশ ক্যাম্পের এএসআই কবির বলেন, মানুষ এখন পুলিশ দেখলে টের পেয়ে যায়। তাই অটোচালক সেজে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একশো গ্রাম গাঁজাসহ আসামীকে আটক করতে সক্ষম হয়েছি।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। এ সংক্রান্ত মামলা চলমান রয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স।