খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) কর্মচারী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ জুন) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ‘কুয়েট কর্মচারী সমিতি’এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কর্মচারী সমিতির সভাপতি মোঃ ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। অনুষ্ঠানে কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। অনুষ্ঠান শেষে কর্মচারী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।