চ্যানেল খুলনা ডেস্কঃ কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা পাঠানোর ১৬ দিন পর মৌলভীবাজার জেলার কুলাউড়া ৫০ শয্যা হাসপাতালের আট জনের রিপোর্ট পজিটিভ আসায় হাসপাতালটির জরুরি বিভাগ ছাড়া অন্যান্য সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন কর্মকর্তা জানান, গত ১৪ জুন তিনি পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। এর মাঝে কেটে গেছে দুই সপ্তাহের বেশি সময়। এই পুরো সময়টা তিনি কোয়ারেন্টিনে না থেকে স্বাভাবিক দায়িত্ব পালন করেছেন। আজ রিপোর্টে দেখা যাচ্ছে তিনি কোভিড-১৯ পজিটিভ।
আজ দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক বলেন, গত ১৪ জুন ৩২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছিল। আজ সেই নমুনার রিপোর্টে ১১ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। এর মধ্যে আট জনই কুলাউড়া হাসপাতালের চিকিৎসক-স্বাস্থ্যকর্মী। এ কারণে আগামী ৫ জুলাই পর্যন্ত জরুরি বিভাগ ও ইপিআই ছাড়া এই হাসপাতালের অন্য সেবা বন্ধ থাকবে। এর মধ্যে হাসপাতাল জীবাণুমুক্ত করা হবে।
এ সম্পর্কে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, রিপোর্ট দেরিতে এসেছে তাতে আমাদের কিছু করার নেই। নিয়ম অনুসরণ করেই আমরা হাসপাতাল বন্ধ ঘোষণা করেছি।