কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১৩ এবং উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
আজ রোববার (১১ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়াও ২৪ ঘন্টায় আরো ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গতদিনের চেয়ে শনাক্তের হার দুই কমে ২৭.৪ শতাংশ হয়েছে।
গত ৭ দিনে কুষ্টিয়ায় ১ হাজার ৮৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই ৭ দিনেই এখানে ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৩৪১ জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের রোগীর চাপ বেড়েই চলেছে। তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোমেন জানিয়েছে, ২০০ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৮৫ জন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী ১৮৭ জন। বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ।
এদিকে, চলমান লকডাউন অনেকটাই ঢিলেঢালা ভাবে চলছে। শহরে ও গ্রামে মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছে। অধিকাংশই স্বাস্থ্যবিধি মানছেন না।