সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৫০ ছাড়াল | চ্যানেল খুলনা

কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৫০ ছাড়াল

চ্যানেল খুলনা ডেস্কঃ কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। জেলায় প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫ জন আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ৩৮ দিনে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত ৩৫০ জন রোগী চিকিৎসা নিয়েছে। কুষ্টিয়ার সিভিল সার্জন রওশন আরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশুসহ আরও ১৩ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই হাসপাতালে শিশুসহ মোট ৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। হাসপাতাল সূত্র জানায়, গত ৭ জুলাই এ বছরের প্রথম ডেঙ্গু রোগী হিসেবে শনাক্ত হন ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি। তিনি কুষ্টিয়াতে থেকেই আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসা শেষে পরে বাড়ি চলে যান। আজ ১৫ আগস্ট পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে মোট ৩৫০ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এদের মধ্যে ২৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার বলেন, প্রথম দিকে রোগীর সংখ্যা কম থাকলেও গত তিন সপ্তাহে রোগীর চাপ বেড়েছে। এই তিন সপ্তাহে গড়ে প্রতিদিন প্রায় ১৫ জন করে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। বেশির ভাগ রোগী ঢাকা থেকে আক্রান্ত হয়ে এখানে এসেছে। একই হাসপাতালের জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ এ এস এম মুসা কবির বলেন, হাসপাতালের দুটি ডেঙ্গু ওয়ার্ডে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ঈদে চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার জন্য সার্বক্ষণিক চালু রাখা হয়েছে ল্যাব। আক্রান্ত ব্যক্তিরা সবাই আশঙ্কামুক্ত।

https://channelkhulna.tv/

কুষ্টিয়া আরও সংবাদ

দৌলতপুরে পদ্মার চরে যুবককে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

যশোর ও কুস্টিয়ায় বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা : ৭২ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ার বিভিন্ন বেকারিতে বিএসটিআইর সার্ভিল্যান্স অভিযান

কুষ্টিয়ায় শিশু ও নারী উন্নয়নে বিটিভির বহিরাঙ্গণ অনুষ্ঠান

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।