চ্যানেল খুলনা ডেস্কঃকুষ্টিয়ায় পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী। বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা কেজি দরে। আবার বাজার নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন নজরদারি বাড়ালে নতুন করে সৃষ্টি হয় সংকট। কুষ্টিয়ার পাইকার বিক্রেতারা অভিযান এড়াতে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়ায় পেঁয়াজের দাম কমছে না।তবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন টিসিবি’র মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। ৪৫ টাকা কেজি দরে আজ সোমবার দুপুর কুষ্টিয়া কালেক্টরেট চত্বর থেকে পেঁয়াজ বিক্রি শুরু করে। যার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।৪৫টাকা কেজিতে টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু করায় সব ধরনের ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছেন কিনতে। এতে সন্তুষ্ট ক্রেতারা।জেলা প্রশাসক জানান, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত টিসিবি’র পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে।