খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী সুব্রত কুমার এবং এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সবুজ মন্ডল এর অকাল মৃত্যুতে শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোক র্যালী শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোক র্যালীতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর, সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শোক র্যালী শেষে প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “আমরা চাইনা আর কোন প্রাণ অকালে ঝরে যাক, মৃত্যু কোন সমাধান নয়। শিক্ষার্থীদের যেকোন সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় পরিবার শিক্ষার্থীদের সঙ্গে আছে”। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কাজী হামিদুল বারী, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহবাব ফাইয়াজ হক এবং আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী সাকিব সানি।