খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ‘বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর’ প্রফেসর ড. খুরশীদা বেগম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ২১ সেপ্টেম্বর বুধবার দুপুরে ভাইস-চ্যান্সেলরের দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ণ) প্রফেসর ড. সোবহান মিয়া, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. হেলাল আন-নাহিয়ান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন, প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ, ভারপ্রাপ্ত উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ণ) প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৮৩তম সভায় ‘বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর’ হিসেবে প্রফেসর ড. খুরশীদা বেগমকে নিয়োগ দেওয়া হয়। দুই বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে।