চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী ‘হিরো ন্যাশনাল মেকানিক্যাল ফেস্টিভ্যাল ইগনিশন ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে।শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ফেস্টিভ্যালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোবহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজিত দুই পর্বের এই আয়োজনে ছিল ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও মেকানিক্যাল ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালে লাইন ফলোয়ার রোবট, প্রোজেক্ট শোকেসিং, পোস্টার প্রেজেন্টেশন, মেকানিক্স অলিম্পিয়াড, অটোমোবাইল অলিম্পিয়াড, পিএলসি প্রোগামিং, বিজনেস কেস স্টাডি, ক্যাড ডিজাইনিং ও ফিফা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ফেস্টিভ্যালে কুয়েটসহ দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের পাঁচশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।