চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে ০৮ মার্চ রবিবার দিনব্যাপী বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে মেকানিক্যাল অনুষদভূক্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রথম বারের মত “বার্জার প্রেজেন্টস ‘ক্যারিয়ার ফেস্টিভ্যাল’ পাওয়ার্ড বাই সিনকোস” এবং স্পনসর্ড বাই বাংলা মার্ক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের একটিং ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে ফেস্টিভ্যালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার ও ওজোপাডিকো লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর প্রকৌশলী মোঃ শফিক উদ্দিন। ফেস্টিভ্যালে ক্যারিয়ার অপরচুনিটি বিষয়ক সেমিনারে বক্তৃতা করেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিঃ এর অর্গানাইজেশন ডেভেলপমেন্ট এর প্রধান রাহাত আফরোজ, বাংলা মার্ক এর টেকনিক্যাল এন্ড সেলস এর পরিচালক মহিউদ্দিন খালেদ, আর্টিসান ক্রাফট এর ব্যবস্থাপনা পরিচালক সাহেদ হাসান, বিএসআরএম ট্যালেন্ট অ্যাকুইজিশন ইনচার্জ মোঃ মামুনুর রহমান, নিটল-নিলয় এর এইচআর ম্যানেজার ইমতিয়াজ আহমেদ, সাইহাম গ্রুপ এর প্রডাকশন শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মহিদ্দিন মজুমদার, শাশা টেক্স কোঃ এর কম্পানি পার্টনার এইচএম শোয়েবুর রহমান এবং ভেনচুরা লেদারওয়্যার ম্যানুঃ (বিডি) লিঃ এর হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট এর সহকারী ব্যবস্থাপক সৈয়দ আতিকুল ইসলাম। এছাড়া ফেস্টিভ্যালে বিভিন্ন প্রতিষ্ঠানের অন ক্যাম্পাস রিক্রুইটমেন্ট প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে বার্জার, সিনকোস, বাংলা মার্ক, ওয়ালটন, বিএসআরএম, রানার, নিটল-নিলয়, প্রাণ-আরএফএল, আর্টিসান ক্রাফ্ট, সাইহাম গ্রুপ, মোবিল, হ্যামকো, বিইওএল, শাশা টেক্স কোঃ, বিডি ভেনচুরা এবং ডেক্যাথলন। ফেস্টিভ্যালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভিন্নœ বিভাগের সদ্য পাশ করা গ্রাজুয়েটগণ অংশগ্রহণ করেন।