সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
কুয়েটে দিনব্যাপী ক্যারিয়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে দিনব্যাপী ক্যারিয়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে ০৮ মার্চ রবিবার দিনব্যাপী বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে মেকানিক্যাল অনুষদভূক্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রথম বারের মত “বার্জার প্রেজেন্টস ‘ক্যারিয়ার ফেস্টিভ্যাল’ পাওয়ার্ড বাই সিনকোস” এবং স্পনসর্ড বাই বাংলা মার্ক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের একটিং ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে ফেস্টিভ্যালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার ও ওজোপাডিকো লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর প্রকৌশলী মোঃ শফিক উদ্দিন। ফেস্টিভ্যালে ক্যারিয়ার অপরচুনিটি বিষয়ক সেমিনারে বক্তৃতা করেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিঃ এর অর্গানাইজেশন ডেভেলপমেন্ট এর প্রধান রাহাত আফরোজ, বাংলা মার্ক এর টেকনিক্যাল এন্ড সেলস এর পরিচালক মহিউদ্দিন খালেদ, আর্টিসান ক্রাফট এর ব্যবস্থাপনা পরিচালক সাহেদ হাসান, বিএসআরএম ট্যালেন্ট অ্যাকুইজিশন ইনচার্জ মোঃ মামুনুর রহমান, নিটল-নিলয় এর এইচআর ম্যানেজার ইমতিয়াজ আহমেদ, সাইহাম গ্রুপ এর প্রডাকশন শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মহিদ্দিন মজুমদার, শাশা টেক্স কোঃ এর কম্পানি পার্টনার এইচএম শোয়েবুর রহমান এবং ভেনচুরা লেদারওয়্যার ম্যানুঃ (বিডি) লিঃ এর হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট এর সহকারী ব্যবস্থাপক সৈয়দ আতিকুল ইসলাম। এছাড়া ফেস্টিভ্যালে বিভিন্ন প্রতিষ্ঠানের অন ক্যাম্পাস রিক্রুইটমেন্ট প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে বার্জার, সিনকোস, বাংলা মার্ক, ওয়ালটন, বিএসআরএম, রানার, নিটল-নিলয়, প্রাণ-আরএফএল, আর্টিসান ক্রাফ্ট, সাইহাম গ্রুপ, মোবিল, হ্যামকো, বিইওএল, শাশা টেক্স কোঃ, বিডি ভেনচুরা এবং ডেক্যাথলন। ফেস্টিভ্যালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভিন্নœ বিভাগের সদ্য পাশ করা গ্রাজুয়েটগণ অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে ইনোভেশন হাব স্থাপনে হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাথে এমওইউ স্বাক্ষর

খুবিতে আইকিউএসি আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে বিএইউএসটি, খুলনার উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাথে খুবির এমওইউ স্বাক্ষরিত

খুবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বদানের সক্ষমতা তৈরি করতে হবে : ইউজিসি চেয়ারম্যান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।