খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দুইদিন ব্যাপী ‘ন্যাশনাল টেক্সটাইল ফেস্ট ২০২২’ অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ফেস্টের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ন্যাশনাল টেক্সটাইল ফেস্ট ২০২২’ এর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেস্টের আহ্বায়ক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ফেস্টের সেক্রেটারি ড. মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান, আইবিবিএল এর ফুলবাড়ীগেট শাখার ম্যানেজোর (অপারেশন) সাবিনা ইয়াসমিন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী অয়ন পাল।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ‘ন্যাশনাল টেক্সটাইল ফেস্ট ২০২২’ ছিলো বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে সাজানো। দেশের ১৩টি বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল কলেজের চার শতাধিক শিক্ষার্থী এ ফেস্টে অংশগ্রহণ করে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্ভাবনীমূলক চিন্তাধারা ও কাজের বেশি বেশি সুযোগ করে দেয়া এই ফেস্টের প্রধান উদ্দেশ্য। প্রতিযোগিতামূলক ইভেন্টগুলো হলো টেক্সটাইল অলিম্পিয়াড, কেস ক্রাকার জ্যাক, ফটোগ্রাফি, পোস্টার প্রেজেন্টেশন, প্রোজেক্ট ম্যানিয়া, টেকনিক্যাল রাইটিং, গেমিং ও ফ্যাশন ফিক্স।