খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি আসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত বিশ^বিদ্যালয়ের ৩য় বর্ষ (১৮ ব্যাচ) ও ৪র্থ বর্ষের (১৭ ব্যাচ) শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘হ্যান্ডস-অন ট্রেইনিং ইউজিং ফ্যাবরিকেশন ট্যুলস এন্ড প্রজেক্ট ডেভলপমেন্ট’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ৩১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ^বিদ্যালয়ের নিউ একাডেমিক ভবনের ফ্যাবল্যাব কক্ষে প্রধান অতিথি হিসেবে তিন দিনের এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ এবং ফ্যাবল্যাব অপারেশনাল কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসি এর চেয়্যারম্যান প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।