খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর “অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের সহকারী প্রকৌশলী (চুক্তিভিত্তিক) আব্দুল্লাহ আল নোমান ৭ ডিসেম্বর মঙ্গলবার মৃত্যুবরণ করেন। তার এই অকাল মৃত্যুর খবর শুনে কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন তার বাসভবনে যান। এসময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, মরহুম আব্দুল্লাহ আল নোমান এই বিশ^বিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ’১৩ ব্যাচের ছাত্র ছিলেন।