চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের উৎসাহ জোগাতে ধান কাটতে নামলেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমির হোসেন। মঙ্গলবার দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা মাঠে কৃষক আরব আলীর ক্ষেতে তিনি ধান কাটেন। এ সময় ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরাও তার সঙ্গে অংশ নেন।
ক্ষেতের মালিক আরব আলী জানান, করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে ধান কাটতে পারছিলাম না। এ দিকে আবহাওয়া ভালো না। বোরো ধান নিয়ে দুচিন্তায় ছিলাম। আজ (মঙ্গলবার) যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা আমার ১৫ শতক জমির ধান কেটে দিয়েছেন।
এ বিষয়ে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমির হোসেন বলেন, শিক্ষার্থীরা এখন অলস সময় পার করছে। এ সময়ে শ্রমিক সংকট দূর করতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কেটে দিতে সবাইকে উদ্বুদ্ধ করছি।