চ্যানেল খুলনা ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এক দিনের সফরে আগামী ১২ মার্চ খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী কৃষিমন্ত্রী ১২ মার্চ সকাল ১১টায় খুলনা জেলার দাকোপের চরডাঙ্গায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা প্লাট পরিদর্শন, দুপুর সাড়ে ১২টায় তিলডাঙ্গায় নিরাপদ সবজি গ্রাম পরিদর্শন এবং পৌনে একটায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মাঠ পরিদর্শন করবেন। তিনি বেলা একটায় বটিয়াঘাটা উপজেলার লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্র, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের কার্যক্রম পরিদর্শন, বেলা দেড়টায় ঝড়ভাঙ্গা ভার্মি কম্পোষ্ট ভিলেজ ও সিআইজি মহিলা গ্রুপের সাথে মতবিনিময় সভায় যোগদান, বেলা দুইটায় বটিয়াঘাটা ডিবলিং পদ্ধতিতে ভুট্টা চাষ ও সূর্যমুখীর প্লাট পরিদর্শন এবং বিকাল পাঁচটায় খুলনা বিশ^বিদ্যালয়ে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিশ^বিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ‘বাংলাদেশের কৃষি উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
ঐ দিন কৃষিমন্ত্রী খুলনার কর্মসূচি শেষে যশোর গমন করবেন।