সংগঠনকে শক্তিশালী করতে স্থানীয় ১টি পত্রিকার ইউনিট কমিটি গঠনের লক্ষ্যে সভা করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। গতকাল সোমবার রাত ৯টায় দৈনিক প্রবর্তন পত্রিকার ইউনিট কমিটি গঠনের লক্ষ্যে পত্রিকা কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়নের সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, আব্দুর রাজ্জাক প্রমুখ।
সভা থেকে পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি রক্ষা ও সকল অপসাংবাদিকতা রুখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সভা শেষে কেইউজের সদস্য আব্দুর রাজ্জাককে দৈনিক প্রবর্তন ইউনিটের দায়িত্ব প্রদান করা হয়।-খবর বিজ্ঞপ্তি