সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
কেইউজের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বিদ্যমান শ্রম আইনের আলোকে গঠনতন্ত্র সংশোধনে সকলের সম্মতি

কেইউজের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) গঠনতন্ত্রে বিভিন্ন অনুচ্ছেদের কয়েকটি ধারা এবং উপ-ধারা শ্রম আইনের সাথে সাংঘর্ষিক হওয়ায় সেগুলো সংশোধন করে যুগোপযোগী করতে সম্মতি জানিয়েছেন সংগঠনের সংখ্যাগরিষ্ট সদস্যবৃন্দ। রবিবার বেলা ১১টায় কেইউজের বিশেষ সাধারন সভায় সকল সদস্য একযোগে হাত তুলে কন্ঠ ভোটে এ প্রস্তাব পাশ করেন। বিশেষ সাধারণ সভায় উপস্থিত ১৬০জন সদস্যের মধ্যে ১৫৬জন সদস্য গঠনতন্ত্র সংশোধন প্রস্তাবের পক্ষে তাদের পূর্ণ সমর্থন ব্যাক্ত করেন। ৪জন সদস্য ভিন্ন মত প্রকাশ করেন।

অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সংগঠনের সভাপতি ফারুক আহমেদ সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ। খুলনা প্রেসক্লাবের আলহাজ¦ লিয়াকত আলী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মাদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আবু হাসান, এসএম হাবিব, সাবেক সাধারণ সম্পাদক অমিয় কান্তি পাল, মোঃ সাহেব আলী, মল্লিক সুধাংশু, মো. শাহ আলম, মো. সাঈয়েদুজ্জামান সম্রাট। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ও মো. মাহাবুব হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক আহমেদ আলী খান, শেখ আব্দুল হালিম, আনোয়ারুল ইসলাম কাজল, ইউনিয়নের কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, মো. হেদায়েত হোসেন মোল্লা, কৌশিক দে বাপি, মো. হুমায়ুন কবির, এস এম ফরিদ রানা, তিতাশ চক্রবর্তী, বিমল সাহা, মহেন্দ্র নাথ সেন, গাজী মনিরুজ্জামান, শামীম আশরাফ শেলী, আল মাহমুদ প্রিন্স, সুনীল দাস, অভিজিত পাল, জাহাঙ্গীর আলম, শেখ মাহমুদ হাসান সোহেল, আতিয়ার তরফদার, মো. বেনজীর হোসেন প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, নির্বাহী সদস্য মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় অতিথিবৃন্দ খুলনা সাংবাদিক ইউনিয়নের সার্বিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, এই ইউনিয়ন ঐতিহ্যবাহী একটি সাংবাদিক সংগঠন। সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনের ঐতিহ্যকে সমুন্নত রাখতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিদ্যমান শ্রম আইনের আদলে গঠনতন্ত্রের সকল নিয়মকানুন মেনে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে সংগঠনটি পরিচালিত করতে হবে। বক্তাগণ বলেন, সংগঠনের সাথে যুক্ত থাকা কেউ যাতে তাদের হীন স্বার্থ চরিতার্থ করার কোন সুযোগ না পায় সে দিকে নজর রাখতে হবে। এ ক্ষেত্রে কেউ গঠনতন্ত্র পরিপন্থী কোন কার্যকলাপে লিপ্ত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় অধিকাংশ বক্তা সাংবাদিক ইউনিয়নের ঐক্য, ঐতিহ্য ও মর্যাদা সমুন্নত রাখার বিষয়ে সহমত পোষন করেন। বক্তাগণ সংগঠনকে প্রশ্নবিদ্ধ ও দিদ্ধা-বিভক্ত করার অপচেষ্টার তীব্র সমালোচনা করেন। সভায় বলা হয়, দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এ অগ্রযাত্রায় সাংবাদিক ইউনিয়নের সদস্যগণ জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক ও ‘স্মার্ট’ বাংলাদেশ গড়ায় প্রত্যয়ে ঐক্যবদ্ধ রয়েছে। সাংবাদিক

নেতৃবৃন্দ কেইউজেকে পেশাদার সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ের শক্তিশালী ফোরাম হিসেবে প্রতিষ্ঠা করার চলমান ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক জানান প্রচলিত শ্রম আইন আলোকে এবং অধিদপ্তরের বিধিবদ্ধ নিয়ম অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

সভার শুরুতে সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জ্যোতির্ময় মল্লিক, ঢাকায় অগ্নিকান্ডে নিহত দুই সাংবাদিক ও ইউনিয়নের একাধিক সদস্যের পিতা মাতার মৃত্যুতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্বরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা ডিসি অফিসের সামনে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি

খুলনায় নভোথিয়েটার, জিয়া হল ও আধুনিক কসাইখানা প্রকল্প বাস্তবায়নের দাবি

খুবি বার্তার ১০৩তম সংখ্যার মোড়ক উন্মোচন

জাতীয়করণের দাবীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সমাবেশ ও অবস্থান ধর্মঘট ১৯ জানুয়ারী

ডিবিসিসিআই’র নতুন সভাপতি মামুন, সেক্রেটারি রিসালাত ও সায়েম পরিচালক

গণতন্ত্র ফিরিয়ে আনাই হবে সরকারের মূল দায়িত্ব: মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।