খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবির এর সভাপতিত্বে মঙ্গলবার (২৫ আগষ্ট) সকাল ১১টায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ সভায় কেএমপি’র কমিশনার খন্দকার লুৎফুল কবির উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, অনিষ্পত্তিকৃত মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি এবং মাদকদ্রব্য নির্মূলে ন্যায়-নিষ্ঠা, ধর্মনিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে।
এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এমএম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা-সহ কেএমপি’র সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারগণ, অফিসার ইনচার্জগণ এবং অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।