খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অ্যাডমিন শাখা, টিএবিল শাখা ও অপরাধ শাখায় মোট ৩টি প্রধান সহকারীর পদ
শূন্য রয়েছে। এই তিন পদে কর্তব্যরতরা অবসরে গেলে পদ তিনটি শূন্য হয়। এসব পদে নিয়োগ দেওয়ার জন্য কমিটি গঠন হলেও নিয়োগ প্রক্রিয়ায় এখনো কার্যকরী উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে পদের বিপরীতে পদোন্নতি প্রত্যাশীরা রয়েছেন হতাশায়।
কেএমপির সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২০ সালের নভেম্বর মাসে কেএমপির অ্যাডমিন শাখার প্রধান সহকারী সুধাংশু কুমার কন্ডু স্বেচ্ছায় অবসরে গেলে অ্যাডমিন শাখার প্রধান সহকারী পদটি শূন্য হয়। গত বছর মার্চ মাসে টি এ বিল শাখার প্রধান সহকারী মো. জহিরুল ইসলাম অবসরে গেলে পদটি শূন্য হয় এবং একই বছর আগস্ট মাসে অপরাধ শাখার প্রধান সহকারী মো. হেলাল হোসেন অবসরে গেলে আরও একটি প্রধান সহকারীর পদ শূন্য হয়।
উক্ত শূন্য পদগুলো পূরণের জন্য অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রিশন অ্যান্ড অপারেশন এএন্ডও) সরদার রাকিবুল ইসলামকে সভাপতি গত বছরের মাঝামাঝিতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি যাচাই বাছাই শেষে সিনিয়রিটি অনুযায়ী কোন কোন কর্মচারী পদোন্নতির যোগ্য সে ব্যাপারে এখনো পর্যন্ত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। পদগুলোতে দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্তরা। এর ফলে স্বাভাবিক কার্যক্রম কিছুটা হলেও ব্যঘাত ঘটছে।