সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
কেএমপির শূন্য পদে নিয়োগ না হওয়ায় ব্যাহত কার্যক্রম | চ্যানেল খুলনা

কেএমপির শূন্য পদে নিয়োগ না হওয়ায় ব্যাহত কার্যক্রম

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অ্যাডমিন শাখা, টিএবিল শাখা ও অপরাধ শাখায় মোট ৩টি প্রধান সহকারীর পদ
শূন্য রয়েছে। এই তিন পদে কর্তব্যরতরা অবসরে গেলে পদ তিনটি শূন্য হয়। এসব পদে নিয়োগ দেওয়ার জন্য কমিটি গঠন হলেও নিয়োগ প্রক্রিয়ায় এখনো কার্যকরী উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে পদের বিপরীতে পদোন্নতি প্রত্যাশীরা রয়েছেন হতাশায়।

কেএমপির সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২০ সালের নভেম্বর মাসে কেএমপির অ্যাডমিন শাখার প্রধান সহকারী সুধাংশু কুমার কন্ডু স্বেচ্ছায় অবসরে গেলে অ্যাডমিন শাখার প্রধান সহকারী পদটি শূন্য হয়। গত বছর মার্চ মাসে টি এ বিল শাখার প্রধান সহকারী মো. জহিরুল ইসলাম অবসরে গেলে পদটি শূন্য হয় এবং একই বছর আগস্ট মাসে অপরাধ শাখার প্রধান সহকারী মো. হেলাল হোসেন অবসরে গেলে আরও একটি প্রধান সহকারীর পদ শূন্য হয়।

উক্ত শূন্য পদগুলো পূরণের জন্য অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রিশন অ্যান্ড অপারেশন এএন্ডও) সরদার রাকিবুল ইসলামকে সভাপতি গত বছরের মাঝামাঝিতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি যাচাই বাছাই শেষে সিনিয়রিটি অনুযায়ী কোন কোন কর্মচারী পদোন্নতির যোগ্য সে ব্যাপারে এখনো পর্যন্ত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। পদগুলোতে দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্তরা। এর ফলে স্বাভাবিক কার্যক্রম কিছুটা হলেও ব্যঘাত ঘটছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কুয়েট ভিসিকে শিক্ষার্থীদের বর্জন, সকল ধরনের রাজনীতি বন্ধ

খুলনায় পালিত হলো বাংলা ভাষা ইশারা দিবস

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ‘শেখ বাড়ি’

অর্ণবের বাড়িতে শোকের মাতম, মা জানেন না সন্তানের হত্যাকাণ্ডের কথা

খুলনার ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম বহিস্কার

খুলনা সকল থানার ওসিকে অপসারণ চেয়ে বিএনপির ২৪ ঘন্টার আল্টিমেটাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।