খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ এর চেয়ারম্যান সাহেবের দপ্তরে গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিনের নেতৃত্বে গ্লোবাল খুলনার সদস্যবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুল ইসলামের সাথে মতবিনিময় করেন। এসময় গ্লোবাল খুলনার নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে আনুষ্ঠানিক মতবিনিময় সভায় গ্লোবাল খুলনার আহবায়ক সাম্প্রতিক বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত কেডিএ এর ময়ুরি আবাসিক প্রকল্পের প্লট বরাদ্দের অনিয়মের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বিষয়টি তদন্ত করে দ্রুত সমাধানের আহবান জানান। এসময়ে তিনি খুলনা রূপসা ট্রাফিক মোড় থেকে কেডিএ এর চার লেন প্রকল্পের দীর্ঘসূত্রিতা নিয়েও খুলনা বাসীর উদ্বেগের কথা জানান। তিনি বিশেষ ভাবে উল্লেখ করেন, দীর্ঘসূত্রতা মানেই প্রকল্পের ব্যয় বৃদ্ধি এবং ভোগান্তি। এছাড়া কেডিএর বিভিন্ন প্রকল্পের ধীরগতি, বিশেষ করে কেডিএর মাষ্টারপ্লান বাস্তবায়ন, ১২ প্রকল্পের দ্রুত বাস্তবায়ন দেখতে চায় খুলনাবাসী।
নৌ ঘাটি বিএনএস তিতুমীরের ওয়েষ্ট পয়েন্টের আদলে ৭ নং ঘাট থেকে লঞ্চ টার্মিনাল পর্যন্ত রিভার পার্ক, ওয়াকওয়ে সহ বিনোদনের পার্ক এবং কুয়েট কর্তৃক প্রণয়নকৃত নকশার বাস্তবায়ন করে দৃষ্টিনন্দন অডিটোরিয়াম বানানোর উদ্যোগ নেয়ার আহবান জানান। খুলনার ঐতিহ্যবাহী পুরাতন ভবন গুলির আদলে মিনিয়েচার পার্ক (ময়লাপোতার ষাটগম্বুজ মসজিদের মতো) বানানোর উদ্যোগ নেয়ার ও অনুরোধ জানান নেতৃবৃন্দ। বিদ্যমান বাস্তবতায় অবিলম্বে সোনাডাঙ্গা বাসটার্মিনাল, ট্রাক টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরের আহবান জানান। এক্ষেত্রে কেসিসি সহ সকল স্থানীয় প্রশাসনকে একমত হয়ে একযোগে কাজ করার অনুরোধ জানানো হয়। বিশেষ ভাবে তারা উল্লেখ করেন, পুরাতন শহরের প্লান পাশ করার ক্ষেত্রে (বিশেষ করে যেখানে সিটি কর্পোরেশন ইতিমধ্যেই রাস্তা নির্মাণ করেছে) বিশেষ শিথিলতা প্রদর্শন যেনো করা হয়। এক্ষেত্রে রাজউক, সিডিএ, রাউক এর সাথে যোগাযোগ করে তাদের অনুমোদনের পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। কেডিএর কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা, অহেতুক ভোগান্তি দাতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহবান জানানো হয় চেয়ারম্যান সাহেবের প্রতি। সবশেষে তাকে সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানো হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শাহ জিয়াউর রহমান স্বাধীন, মাহবুবুর রহমান মাসুম, চ্যানেল খুলনার সিইও হাসানুর রহমান তানজির, দৈনিক কালান্তর এর বার্তা সম্পাদক বেল্লাল হোসেন সজল, শেখ মোঃ আরিফুজ্জামান, সোহেল চৌধুরী, শাহ আরিফুর রহমান সৈকত, শেখ বদিউজ্জামান লিটু, আনিসুর রহমান কবির প্রমুখ।