কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি এর পরিচালক শেখ সোহেল-এর উদ্যোগে অসহায় দরিদ্র রোজদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ২৯ এপ্রিল ২০২১ইং বৃহস্পতিবার আসর বাদ নগরীর গল্লামারী মোড়ে মহানগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে ও মোস্তফা আল মামুন প্রবাল এর পরিচালনায় অসহায় দরিদ্র রোজদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়ে থাকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন মহানগর যুবলীগের আহবায়ক মোঃ সফিকুর রহমান পলাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম-আহবায় শেখ শাহজালাল হোসেন সুজন, যুবলীগ নেতা আনিছুর রহমান আনিস।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সদস্য অভিজিৎ চক্র বত্রী দেবু, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ মাহাবুবুল আলম, যুবলীগ নেতা মশিউর রহমান সুমন, ইলিয়াস হোসেন লাবু, মাছুমুর রশিদ মাসুম, মনিরুল ইসলাম মন্টু, শেখ জামাল, ছাত্রলীগ নেতা রাজেশ মাহামুদ, জব্বার আলী হীরা সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।