কৃষি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে জমির মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
জানা গেছে, উপজেলার বগা গ্রামের করিম সরদারের ছেলে আলমগীর হোসেন তার বাড়ির পাশের একটি কৃষি জমি থেকে মাটি বিক্রি করেন । ওই মাটি দীর্ঘদিন ধরে অবৈধ ট্রাক্টরের মাধ্যমে পাশ্ববর্তী সেনপুর বিএসবি ইটভাটার নেয়া হচ্ছিল। যার ফলে বগা-মহাদেবপুর সড়কের ব্যাপক ক্ষতি হয়। হাল্কা বৃষ্টিতে রাস্তায় মাটি পড়ে পিচ্ছিল হয়ে একাধিক দূর্ঘটনা ঘটে। এবিষয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন। বুধবার সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা বলে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাটি বিক্রির অভিযোগে জমির মালিক আলমগীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় অবৈধ ট্রাক্টর চালিয়ে সড়কের ক্ষতি করার অপরাধে ট্রাক্টর চালক কুমিরা এলাকার হাতেম আলীর ছেলে তৌফের রহমান কে ৩০ হাজার টাকা জরিমানা করেন।