অনলাইন ডেস্কঃ বৃহস্পতিবার বেলা ১১ টায় কেশবপুর শহরের গাজী কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক আমাদের সময় পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার ও কেশবপুর নিউজক্লাবের সভাপতি এ,এইচ,এম কামরুজ্জামান হোসেনের সভাপতিত্বে দৈনিক আমাদের সময়ের কেশবপুর প্রতিনিধি এম.এ রহমানের সঞ্চলনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর সহকারী (ভুমি) কর্মকর্তা মোঃ এনামুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ আবু শাহিন, কেশবপুর থানার অফিসার ইন-চার্জ মোঃ শাহিন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খাঁন, কেশবপুর বণিক সমিতির সভাপতি নাসির আহমেদ গাজী।
প্রতিষ্ঠাবাষিকীতে উপস্থিত ছিলেন,কেশবপুর নিউজক্লাবের সাধারন সম্পাদক রুস্তম আলী, কেশবপুর ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের কেশবপুর প্রতিনিধি আব্দুল্লা আল ফুয়াদ, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল করিম, চ্যানেল এস এর কেশবপুর প্রতিনিধি আখতার হোসেন,দৈনিক নওয়াপাড়া পত্রিকার স্টাফ রিপোর্টার সোহেল পারভেজ, দৈনিক স্পনন্দন পত্রিকার কেশবপুর প্রতিনিধি সিরাজুল ইসলাম, দৈনিক প্রতিদিনের কথার প্রতিনিধি উৎপল দে,সহ কেশবপুরের বিভিন্ন পত্রিকার কর্মরত সাংবাদিকরা। বর্ণাঢ্য এই অনুষ্ঠানের শেষ মুহুর্তে সকল উপস্থিতিদের সামনে প্রধান অতিথি কেক কেটে আমাদের সময়ের ভবিষ্যত উজ্জল ও দীর্ঘয়ু কামনা করেন।