খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় নগর ভবনে ২৭নং ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহম্মেদ-এর সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কেসিসি’র ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদাত মিনা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সালাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম প্রিন্স, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এস এম রাজুল ইসলাম রাজু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইমরান হাসান, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গোলাম মাওলা শানু, ৩১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত কাউন্সিলর-১ মনিরা আক্তার, সংরক্ষিত কাউন্সিলর-২ সাহিদা বেগম, সংরক্ষিত কাউন্সিলর-৩ রশিদা আক্তার, সংরক্ষিত কাউন্সিলর-৫ এড. মেমোরী সুফিয়া রহমান শুনু, সংরক্ষিত কাউন্সিলর-৬ রোজী ইসলাম নদী, সংরক্ষিত কাউন্সিলর-৭ মাহমুদা বেগম।
সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।