খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী তালুকদার আব্দুল খালেক ইউরোলজি জনিত রোগে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন থাকায় তাঁর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান।
এক বিবৃতিতে তিনি বলেন, খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী তালুকদার আব্দুল খালেক নব প্রতিষ্ঠিত খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। আল্লাহ তায়ালার অসীম কৃপায় তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসবেন।
অনুরূপভাবে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী তালুকদার আব্দুল খালেক এর সুস্থতা কামনা করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার।-খবর বিজ্ঞপ্তি