সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
কেসিসি’র ১৯তম সাধারণ সভা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কেসিসি’র ১৯তম সাধারণ সভা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত

খুলনা সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভা আজ রবিবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়নে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. চিশতি সোহরাব হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শেখ অহিদুর রহমান (জিন্নাহ মাস্টার) ও নারী নেত্রী জাকিয়া আক্তার হোসেনের ইন্তেকালে শোক প্রস্তাব গৃহীত হয়।

সভায় খুলনা সিটি কর্পোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ল্েয সাংহাই এসইউএস এনভায়রণমেন্ট কোম্পানী লিমিটেড ও গার্ডিয়ান নেটওয়ার্ক কর্তৃক প্রদত্ত প্রকল্প প্রস্তাব গ্রহণ; কেসিসি পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের একাডেমিক স্বীকৃতির শর্ত পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠানের নামে জমি বরাদ্দ বা লিজ প্রদান; অনলাইনে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়; কেসিসি’র শিা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রা ব্যবস্থা স্থায়ী কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে সিভিল সার্জন ও পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালককে অন্তর্ভুক্তকরণ, নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা এসএনভি কর্তৃক খুলনা মহানগরীতে ‘‘সাসটেইনেবল আরবান ওয়াটার সাইকেল’’ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগী নির্বাচনে অনলাইনে আবেদনের বিষয়ে সভায় আলোচনা হয়।

সভায় সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, খুলনার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। তিনি খুলনাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছেন। বরাদ্দকৃত অর্থে আমরা খুলনাকে পরিচ্ছন্ন, সুন্দর ও তিলোত্তমা নগরীতে পরিণত করতে চাই। সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পুণরায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে আসতে পারলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে অসম্পূর্ণ সকল কাজ সম্পন্ন করবো বলে তিনি উল্লেখ করেন। সিটি মেয়র আগামী নির্বাচনে বিজয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলা মুন্না, মোঃ আলী আকবর ও এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনুসহ কাউন্সিলর, সংরতি আসনের কাউন্সিলর, সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিধিনিগণ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সাংবাদিক ইউনিয়নের নামে তথাকথিত এডহক কমিটি গঠনে বিষ্ময় ও উদ্বেগ প্রকাশ

নগরীর ৮নং ওয়ার্ড আহবায়কের শয্যাপাশে বিএনপির নেতৃবৃন্দ

খুলনা সিআইডির অতিরিক্ত ডিআইজি শম্পা’র সাফল্যগাঁথা কর্মময় জীবন

নগর স্বেচ্ছাসেবক লীগের যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালন

শেখ সুজনের মায়ের সুস্থতা কামনায় শেখ রাসেল পরিষদের দোয়া মাহফিল

খুলনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।