সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
কোচ বিদায়ের পর দুর্দান্ত সাইফ | চ্যানেল খুলনা

কোচ বিদায়ের পর দুর্দান্ত সাইফ

শনিবার রাতে বাংলাদেশ ত্যাগ করেছেন সাইফের বেলজিয়ান কোচ পল পুট। হেড কোচ বিদায় হওয়ার পর যেন জ্বলে উঠেছে সাইফ স্পোর্টিং। সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু অর্ন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অধীনে সোমবার প্রিমিয়ার লিগে ষষ্ঠ জয় পেয়েছে কর্পোরেট দলটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে সাইফ ৪-১ গোলে বাংলাদেশ পুলিশকে হারায়। এই জয়ে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে সাইফ। অন্য দিকে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানেই থাকল সমান ম্যাচ খেলা পুলিশ।

ভালো খেলেও সুযোগ কাজে লাগাতে না পারায় হারতে হয়েছে পুলিশকে। গোলের সুযোগ নষ্ট না করায় বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে সাইফ স্পোর্টিং। ম্যাচের শুরু থেকেই পুলিশের উপর চড়াও হয়ে খেলতে থাকে সাইফ। তবে গোলের দেখা পায় ম্যাচের ৪৪ মিনিটে। সতীর্থ রহিম উদ্দিনের পাসে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ ইকেচুকু।

প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান মিডফিল্ডার জন ওকোলি। ইয়াসিন আরাফাতের কাছ থেকে বল পেয়ে একাই ছুটে যান পুলিশের বিপদ সীমানায়। বক্সে ঢুকেই সরাসরি জালে জড়িয়ে দেন ওকোলি। ৬১ মিনিটে পুলিশের হয়ে এক গোল শোধ দেন ফরোয়ার্ড জমির উদ্দিন।

বিপদ আঁচ করতে পেরে এবার আক্রমণাত্মক খেলতে থাকে সাইফ। ৮৭ মিনিটে সেই জন ওকোলি নিজের দ্বিতীয় গোলটি করেন। ম্যাচরে অন্তিম সময়ে বক্সের কোনা থেকে বাঁকানো শটে পুলিশের গোলকিপার মোহাম্মদ নেহালকে বোকা বানিয়ে গোল করেন সাইফের সাজ্জাদ হোসেন।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

অস্ত্রোপচার করাতে হচ্ছে ইংলিশ তারকার

ফকিরহাটের বেতাগায় চারদলীয় তপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো বিসমিল্লাহ ফিড মিলস লি:

বড় লাফ দিয়ে সাকিবের ঘাড়ে নিশ্বাস ফেলছেন হাসারাঙ্গা

সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি কমিশনার

ফকিরহাট আর্দশ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।