কোটচাঁদপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাজারে বস্ত্র,গার্মেন্টস, জুতা ও কসমেটিকস্ দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (১৬মে) দুপুরে পৌর শহরের মেইন বাজারে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশ অমান্য করায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা।
বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, পবিত্র রমজানে ঈদুল ফিতর উপলক্ষে সরকার সল্প পরিসরে স্বাস্থ্য বিধি মেনে দোকান খোলার নির্দেশ প্রদান করলেও বেশির ভাগ ব্যবসায়ী সেই নির্দেশনা মেনে বিক্রয় করছে না। ফলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ হচ্ছে না। সামাজিক দুরুত্ব বজায় না রাখায় এইসব ব্যবসায়ীকে জরিমানা করা হয়। সেই সাথে জনসাধারণকে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন,মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, ফাড়ী ইনচার্জ ইন্সপেক্টর খায়রুজ্জামান লিটনসহ পুলিশের একটি টিম।