সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
কোনো উপায় বের হবে, আশাবাদী তাসকিন | চ্যানেল খুলনা

কোনো উপায় বের হবে, আশাবাদী তাসকিন

চ্যানেল খুলনা ডেস্কঃকরোনাভাইরাসের প্রকোপে বদলে গেছে পৃথিবী, এসেছে নতুন নতুন নিয়ম। আর সব জায়গার মতো খেলার মাঠও আগের মতো নেই। ক্লাব ফুটবলে শীর্ষ লিগগুলোর খেলা হচ্ছে দর্শকবিহীন মাঠে। আন্তর্জাতিক ক্রিকেটও ফিরেছে ফাঁকা স্টেডিয়ামে। করোনার বিস্তার রোধে দর্শকদের মাঠে ঢোকার অনুমতি তো নেই-ই, খেলার মাঠের নিয়মেও এসেছে পরিবর্তন।

ল্যাটিন অঞ্চলে ফুটবলে চুমু দেওয়া পুরোপুরি নিষিদ্ধ। মাঠে থুথু না ফেলতে নিষেধ করা হয়েছে। এমনকি দলীয় উদযাপনেও নিরুৎসাহিত করা হচ্ছে। ক্রিকেটেও এসেছে পরিবর্তন। এর মধ্যে অন্যতম বলে লালা বা থুথু ব্যবহার নিষিদ্ধের ব্যাপারটি।

আইসিসি তাদের নতুন নিয়মে জানিয়েছে, বলে থুথু ব্যবহার করা যাবে না। ভুলবসত একবার-দুবার হতে পারে, তবু সতর্ক করবেন ফিল্ড আম্পায়ার। তিনবার হলেই পেনাল্টি হিসেবে গুনতে হবে ৫ রান। ক্রিকেট মাঠে বলে থুথুর ব্যবহার অতি পরিচিত দৃশ্য। বিশেষ করে টেস্ট ক্রিকেটে বলের এক পাশের ঔজ্জ্বল্য ধরে রাখতে পেসাররা বলে লালা বা থুথু ব্যবহার করে থাকেন।

বলে থুথু ব্যবহার নিষিদ্ধ করায় পেসারদের জন্য যে অনেক কঠিন হয়ে যাবে, সবাই সেটা মেনে নিয়েছেন। বাংলাদেশ পেসার তাসকিন আহমেদও তাই মনে করেন। তবে ডানহাতি এই পেসার আশাবাদী যে, নতুন কোনো না কোনো নিয়ম বের হবে।

বৃহস্পতিবার থেকে মিরপুরে একক অনুশীলন শুরু করা তাসকিন বলেন, ‘দিন যত যাচ্ছে, পেসারদের বিপক্ষেই যাচ্ছে সব নিয়ম কানুন। শাইন করার ব্যাপারটি কমে যাচ্ছে, কারণ থুথু লাগানো যাবে না। পুরোনো বলে রিভার্স সুইং এর জন্য থুথু অনেক বড় ইস্যু।’

‘যেহেতু এই নিয়মটা বন্ধ হচ্ছে, সামনে হয়তো শাইন করার জন্য অন্য কোনো পদ্ধতি বের হবে। যদিও নতুন নিয়মের পর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে দেখলাম সবাই হাত মেলাচ্ছে ভিন্নভাবে, বল শাইন হচ্ছে ভিন্নভাবে। আশা করি আমাদেরও যখন খেলা শুরু হবে, কোনো না কোনো উপায় বের হবে। এসবের মাধ্যমেই মানিয়ে নিতে হবে। পেসারদের জন্য একটু কঠিন, তবুও মানিয়ে নেওয়া শিখতে হবে।’

প্রায় ৫ মাস পর মিরপুরে অনুশীলন করতে এসেছিলেন তাসকিন। প্রথম দিন মিরপুর স্টেডিয়ামের মূল মাঠে রানিং করেছেন বাংলাদেশের এই গতি তারকা। মাঠে ফিরতে পেরে বাকিদের মতো তাসকিনও স্বস্তির নিশ্বাস ফেলছেন।

তাসকিন বলেন, ‘অনেক ভালো লাগছে, কারণ এতদিন পরে মিরপুর স্টেডিয়ামে ঢুকতে পারা। রানিং করেছি, ভালো লাগছে। কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগছে স্টেডিয়ামে ঢুকতে পেরে। ড্রেসিং রুমে এতদিন পর ঢোকা, আসলেই অন্যরকম ভালো লাগা কাজ করছে। বাসা থেকে যতটুকু পেরেছি ট্রেনিং করেছি কিন্তু মিরপুর স্টেডিয়ামে আসার সুযোগ হয়নি। আজ প্রায় ৫ মাস পর মিরপুর স্টেডিয়ামে ঢুকলাম, স্বস্তি লাগছে।’

সারা বছর মাঠেই সময় কাটে তাসকিনদের। কিন্তু করোনার কারণে গত কয়েক মাস ঘরবন্দি হয়ে থাকতে হয়েছে। দীর্ঘ সময় বন্দি অবস্থায় থাকার কারণে এক ঘেয়েমি চলে এসেছিল বলে জানালেন তাসকিন, ‘একজন খেলোয়াড় হিসেবে অনেকদিন খেলতে না পারা, ঘরে থাকায় এক ঘেয়েমি চলে এসেছিল। আমার কাজই খেলাধুলা কিন্তু খেলতে পারছি না। অনেকেরই নিজেদের চাকরি শুরু হয়েছে, বিভিন্ন কাজ শুরু হয়েছে কিন্তু আমাদের খেলাই বন্ধ, তাই খারাপ লাগছে।’

করোনার ছোবলে ক্রিকেটের প্রায় সব সিরিজ, টুর্নামেন্ট স্থগিত হয়ে গেছে। সর্বশেষ স্থগিত করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এসব দেখে খারাপ লাগে জানিয়ে তাসকিন বলেন, ‘যখন থেকে লকডাউন শুরু হয়েছে, একটার পর একটা সিরিজ স্থগিত হয়েছে। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড সিরিজ স্থগিত, এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপ ঠিক সময়ে হচ্ছে না। এসব দেখলে কষ্ট লাগে। খারাপ লাগে কিন্তু কিছু করার নেই।’

স্বাস্থবিধি মেনে ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করেছে বিসিবি। ১০ ক্রিকেটার নিয়ে গত রোবাবর থেকে শুরু হয়েছে অনুশীলন। দুদিন পর মিরপুরে যোগ দেন বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। আর বৃহস্পতিবার শুরু করলেন তাসকিন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।