‘কোভিড পরিস্থিতি ও হিউম্যান রাইটস ডিফেন্ডারদের ভূমিকা শীর্ষক’ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জুলাই) বিকেলে ভিডিও কনফারেন্সে প্রধান আলোচক হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন এমএসএফ’র ফাউন্ডার প্রেসিডেন্ট অ্যাডভোকেট সুলতানা কামাল।
খুলনা থেকে যুক্ত ছিলেন, সিনিয়র সাংবাদিক গৌরঙ্গ নন্দী, নাইস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এম মজিবুর রহমান, সাংবাদিক বেল্লাল হোসেন সজল, রাবেয়া সুলতানা পলি প্রমুখ।
এ সময় হিউম্যান রাইটস ডিফেন্ডারের সদস্যদের গনসচেতনতায় অংশ নিয়ে সংক্রমণ প্রতিরোধ করার জন্য স্বস্ব অবস্থান থেকে কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া দেশের সার্বিক পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার আহবান জানানো হয়। আলোচনা সভায় দেশে বিভিন্ন জেলার এইচআরডি সদস্যরা যুক্ত ছিলেন।