সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
কোলকাতা মোহামেডানের ১৩০, শুভেচ্ছা বাংলাদেশের | চ্যানেল খুলনা

কোলকাতা মোহামেডানের ১৩০, শুভেচ্ছা বাংলাদেশের

উপমহাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব কোলকাতা মোহামেডান। ১৮৯১ সালের এই দিনে আনুষ্ঠানিক জন্ম নেওয়া ক্লাবটি আজ পূরণ করেছে ১৩০ বছর। ভারতের ফুটবলে অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছে দলটি।

ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ। বাংলাদেশের সাথে তাই কোলকাতা মোহামেডানের সম্পর্ক দীর্ঘদিনের। ক্লাবটির এবারের জন্মবার্ষিকীটা বাংলাদেশের জন্য একটু ভিন্ন গুরুত্বই বহন করছে। কারণ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া খেলছেন ক্লাবটির হয়ে।

নিজ ক্লাবের এই বিশেষ দিনে দলকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন জামাল, ‘ঐতিহ্যবাহী ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত। লিগের মাঝে এই বিশেষ দিনটি পড়েছে, তাই আমি এই ঐতিহাসিক দিনের সাক্ষী হতে পারলাম।’

কোলকাতা মোহামেডানের ১৩০ বছর পূর্তি উদযাপন/ছবি: কোলকাতা মোহামেডান
ঢাকা মোহামেডানের সাথে কোলকাতা মোহামেডানের সম্পর্ক আদি ও অকৃত্রিম। ১৮৯১ সালে প্রতিষ্ঠিত হয় কোলকাতার ক্লাবটি। ঢাকায় মোহামেডান আত্মপ্রকাশ করে এর ঠিক ৪২ বছর পর, ১৯৩৩ সালে। ঢাকা মোহামেডানের স্থায়ী সদস্য আবু হাসান চৌধুরি প্রিন্সের সাথে কোলকাতা মোহামেডানের সবচেয়ে আন্তরিক সম্পর্ক। তারা বাবা ছিলেন কোলকাতার ক্লাবটির কর্মকর্তা।

ঢাকা থেকে তাই কোলকাতা মোহামেডানকে শুভেচ্ছা জানাতে ভুললেন না প্রিন্স, ‘কোলকাতা মোহামেডান আমার অন্যতম প্রিয় ক্লাব। আমার বাবা এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। আমার সাথে এখনো কোলকাতা মোহামেডানের সাথে অন্তরঙ্গ সম্পর্ক। ভারতে তারা আমাদের খেলতে আমন্ত্রণ জানায়, আমাদের ডাকে তারা সব সময় সাড়া দেয়। কোলকাতা মোহামেডানের সঙ্গে বাংলাদেশের এবং বিশেষ করে ঢাকা মোহামেডানের সম্পর্ক আজীবন থাকবে।’

ইস্ট বেঙ্গল, মোহনবাগানের পাশাপাশি কোলকাতা মোহামেডানেও বাংলাদেশের অনেক ফুটবলার খেলেছে। কোলকাতা মোহামেডানের হয়ে খেলার স্মৃতি রোমন্থন করলেন মোহামেডানের সাবেক অধিনায়ক মাহবুব হোসেন রক্সি, ‘কোলকাতা মোহামেডানে খেলাটা আমরা বেশ উপভোগ করেছি। বাংলাদেশি ফুটবলারদের তারা বিশেষ কদর করতো। আমরাও দেশের সম্মান রেখে নিজেদের সেরাটা দিয়েছি।’

তবে ক্লাবের জন্মদিনটা কোলকাতা মোহামেডান আনন্দঘন চিত্তে উদযাপন করতে পারছে না মোটেও। চলমান আই লিগে যে দল রীতিমতো খাবি খাচ্ছে! ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে দশম অবস্থানে। ইতোমধ্যে স্প্যানিশ কোচ হোসে হাভিয়াকে বিদায় করেছে ক্লাব। আগামীকাল মঙ্গলবার চেন্নাই সিটির সঙ্গে লিগের নবম ম্যাচ খেলতে নামবে তারা। আগের দুই ম্যাচ হেরেছে জামাল ভূঁইয়ার দল। নবম ম্যাচে হারের বৃত্ত থেকে বের হতে চান অন্তবর্তীকালীন কোচ শঙ্করলাল চক্রবর্তী। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় কল্যানী স্টেডিয়ামে চেন্নাই সিটির সঙ্গে আগামীকাল মঙ্গলবার মুখোমুখি হবেন জামালরা।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ফকিরহাটে বঙ্গবন্ধু জাতীয় ৪০তম পুরুষ এবং ১৭তম নারী ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু

অস্ত্রোপচার করাতে হচ্ছে ইংলিশ তারকার

ফকিরহাটের বেতাগায় চারদলীয় তপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো বিসমিল্লাহ ফিড মিলস লি:

বড় লাফ দিয়ে সাকিবের ঘাড়ে নিশ্বাস ফেলছেন হাসারাঙ্গা

সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি কমিশনার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।