ঘরের মাঠে বিশ্বকাপ, তার ওপর দারুণ ফর্মে টিম ইন্ডিয়া। দীর্ঘদিন পর আরেকটি শিরোপা জয় দেখার আশায় ভারতের প্রায় ১৭০ কোটি জনতা। যার একটি অংশ রবিবার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। তবে পুরো আসরে অপরাজিত থাকা ভারতকে ৬ উইকেটে পরাজিত করে ক্রিকেট বিশ্বের নতুন চ্যাম্পিয়ন হয়ে যায় অস্ট্রেলিয়া।
বিশ্বের অন্যতম বৃহৎ এই ভেন্যুর হিসাবে দেখা হলে— হতে পারে এক লাখ ৩০ হাজার দর্শক। নগণ্য অস্ট্রেলিয়ান ভক্তদের চারদিকে পরিণত হয়েছে ‘নীল সমুদ্র।’ তবুও নিজেদের মুল শেয়ানা দেখিয়েছে অজিরা। এরআগে রোহিত শর্মার ব্যাটে ঝোড়ো শুরু করেছিল ভারত। তবে শ্রেয়াস আইয়ার-সূর্যকুমাররা ব্যর্থ হওয়ায় বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। বিরাট কোহলি-লোকেশ রাহুলের ফিফটিতে ভর করে ২৪০ রান তুলেছে তারা।
২৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারে উড়ন্ত শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ওভারেই ঘুরে দাঁড়ায় ভারত। অফ স্টাম্পের বেশ বাইরের বলে ব্যাট চালিয়ে স্লিপে ক্যাচ দেয় ওয়ার্নার, প্রথম স্লিপে ভুল করেননি কোহলি। উইকেট লাগবে বলে শামিকে আনা হয়েছে দ্বিতীয় ওভারেই, সফলও হলেন স্বপ্নের মতো বিশ্বকাপ কাটানো এ পেসার।
যখন দলীয় ৫০ রানের আগেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল অজিরা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করে ট্রাভিস হেড। তাকে যোগ্য সঙ্গ দেয় মার্নাস ল্যাবুশেন। শেষ পর্যন্ত এই জুটি অপরাজিত থাকতে পারেনি। অজিদের হয়ে সেঞ্চুরি হাঁকান ট্রাভিস হেড আর হাফ সেঞ্চুরি করেন মার্নাস ল্যাবুশেন।